No Internet Connection !

বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উ: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকেন কত জন? উ: ১ জন।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? উ:আ. ন. ম. হামিদুল্লাহ।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত? উ: ৪ বছর।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে? উত্তর: অধ্যাপিকা হান্নানা বেগম।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্ণর কে? উ: নাজনীন সুলতানা।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে? উ: শফিউল কাদের।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? উত্তর: মতিঝিল, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উ: ১৯৭৩ সালে।
প্রশ্ন: বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? উ: ১৯৭২ সালে।
প্রশ্ন: কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উ: ২২ সেপ্টেম্বর, ১৯৯৮ সালে।
প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? উ: বাংলাদেশ ব্যাংক।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কতজন? উ: ৯ জন (বর্তমানে ৮ জন)।
প্রশ্ন:বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকেন কত জন? উ: ৩ জন।
প্রশ্ন: সুদের হার নিয়ন্ত্রণ করে কে? উ: বাংলাদেশ ব্যাংক।
প্রশ্ন: বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উ: ১৯৭২ সালে (বর্তমানে বিলুপ্ত)।
প্রশ্ন: হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? উ: ১৯৭৩ সালে।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? উ: আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড (১৯৮২)।
প্রশ্ন: সম্পূর্ণ বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? উ: ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
প্রশ্ন: দেশে প্রথম ইসলামী শরীয়াভিত্তিক পলিচালিত ব্যাংক কোনটি? উ: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
প্রশ্ন: দেশে প্রথম বিদেশী বানিজ্যিক ব্যাংক কোনটি? উ: স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
প্রশ্ন: সোনালী ব্যাংকের পূর্ব নাম কী ছিল? উ: ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।
প্রশ্ন: অগ্রণী ব্যাংকের পূর্ব নাম কী ছিল? উ: হাবীব ব্যাংক।
প্রশ্ন: জনতা ব্যাংকের পূর্ব নাম কী ছিল? উ: ইউনাইটেড ব্যাংক লি:।
প্রশ্ন: গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উ: ১৯৮৩ সালে।
প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? উ: ড. মুহম্মদ ইউনূস।
প্রশ্ন: গ্রামীণ ব্যাংক প্রাথমিকভাবে কাজ শরু করে কবে? উ: ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা নামক স্থানে।
প্রশ্ন: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে? উ: ১২ আগস্ট, ১৯৮৩ সালে।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে? উ: মুঘল আমলে।
প্রশ্ন: রাষ্ট্রায়ত্ত খাতে 'রেডিক্যাশ' চালু করে কোন ব্যাংক? উ: জনতা ব্যাংক।
প্রশ্ন: ATM পদ্ধতি সর্বপ্রথম কোন ব্যাংক চালু করে? উ: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা মহাব্যবস্থাপক কে? উ: নাজনীন সুলতানা।
প্রশ্ন: রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সোনালী ব্যাংকের প্রথম মহিলা উপ-ব্যবস্থাপনা পরিচালক কে? উ: আনিসা হামেদ (যিনি বাংলাদেশের প্রথম মহিলা এই পদে)।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে প্রাচীন ব্যাংক কোনটি? উ: সান্সী ব্যাংক।
প্রশ্ন: বিশ্বের প্রথম সাংগঠনিক ব্যাংক কোনটি? উ: ব্যাংক অব বার্সিলোনা (১৪০১ সালে স্পেনে প্রতিষ্ঠিত হয়)।
প্রশ্ন: উপমহাদেশের প্রথম ব্যাংক কোনটি? উ: হিন্দুস্তান ব্যাংক (১৭০০ সালে প্রতিষ্ঠিত হয়)।
প্রশ্ন: মুসলিম কমার্শিয়াল ব্যাংক লি: এর বর্তমান নাম কি? উ: রূপালী ব্যাংক লি:।
প্রশ্ন: পূবালী ব্যাংকের পূর্ব নাম কী ছিল? উ: দি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লি:।
প্রশ্ন: উত্তরা ব্যাংকের পূর্ব নাম কী ছিল? উ: দি ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লি:।
প্রশ্ন: বাংলাদেশে সুদমুক্ত ব্যাংক কোনটি? উ: ইসলামী ব্যাংক।
প্রশ্ন: কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছে? উ: গ্রামীণ ব্যাংক।
প্রশ্ন: কোন ব্যাংক প্রথম টেলিফোনে ব্যাংকিং' বিজনেস গ্রহণ করে? উ: স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
প্রশ্ন: ব্যাংকিং খাতে বাংলাদেশে প্রথম মহিলা ব্যবস্থাপনা পরিচালক কে? উ: আনিসা হামেদ (কমার্স ব্যাংক)।
প্রশ্ন: বাংলাদেশের কোন ব্যাংকটি দীর্ঘদিন মালদ্বীপে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে? উ: IFIC ব্যাংক।
প্রশ্ন: বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি? উ: ব্যাংক অব ভেনিস (১১৫৭ সালে ইতালিতে প্রতিষ্ঠিত হয়)।
প্রশ্ন:বিশ্বের প্রথম নোট ইস্যুকারী ও সনদপ্রাপ্ত ব্যাংক কোনটি? উ:ব্যাংক অব সুইডেন (১৬৫৬ সালে সুইডেনে প্রতিষ্ঠিত হয়)।
প্রশ্ন: বিশ্বের প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক কোনটি? উ: ব্যাংক অব ইংল্যান্ড (১৬৯৪ সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়)।
প্রশ্ন: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কার্যক্রম শুরু করে কবে? উ: ৩ জানুয়ারি, ২০১০।
প্রশ্ন: প্রবাসী কল্যাণ ব্যাংক কার্যক্রম শুরু করে কবে থেকে? উ: ২০ এপ্রিল ২০১১ সালে।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় কবে? উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন: বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কোনটি? উত্তর: সোনালী ব্যাংক পিএলসি।
প্রশ্ন: পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করা হয় কবে? উত্তর: ৩১ আগস্ট ২০১৪।
প্রশ্ন: প্রথম বাঙালি মালিকানার ব্যাংকের নাম কি? উত্তর: পূবালী ব্যাংক পিএলসি।
প্রশ্ন: বিশ্বে ইসলামী অর্থনীতির ধারণার উদ্ভব হয় কবে? উত্তর: ১৯৭০ সালে।
প্রশ্ন:IDRA-এর পূর্ণরূপ কি? উত্তর: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
প্রশ্ন: বীমা খাত কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তর: অর্থমন্ত্রণালয়।
প্রশ্ন: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ILRA) কবে গঠিত হয়? উত্তর:২৬ জানুয়ারি ২০১১ (কার্যালয় ঢাকা)।
প্রশ্ন: মুদ্রা কি? উত্তর: মুদ্রা হলো দ্রব্য ও সেবার বিনিময়ে এবং ধার পরিশোধে সর্বসাধারণের গ্রহণযোগ্য উপাদান।
প্রশ্ন: উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? উত্তর: লর্ড ক্যানিং।
প্রশ্ন: উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রা আইন কবে পাস হয়? উত্তর: ১৮৩৫ সালে।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় কবে? উত্তর: ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ (৫ এবং ১০ পয়সা)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার কে? উত্তর: কে জি মুস্তাফা।
প্রশ্ন: ব্যাংক নোটে কে স্বাক্ষর করেন? উত্তর: বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
প্রশ্ন: বাংলাদেশে কয় ধরনের কাগুজে নোট চালু আছে? উত্তর: ১০ ধরনের- ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র সরকারি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (SPCBL) লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৮৮ সালে।
প্রশ্ন: SPCBL-এর অবস্থান কোথায়? উত্তর: শিমুলতলী, গাজীপুর।
প্রশ্ন: মুদ্রাস্ফীতি (Inflation) কি? উত্তর: মুদ্রাস্ফীতি বলতে মূল্যবৃদ্ধির একটি প্রক্রিয়া বা দামের সহনশীল ঊর্ধ্বগতি বোঝায়, যার ফলে মুদ্রার মূল্যমানও কমে যায়।
প্রশ্ন: Stagflation বলতে কি বোঝায়? উত্তর: স্থবির অর্থনীতিতে অধিক বেকারত্ব ও অধিক মুদ্রাস্ফীতির সমন্বিত অবস্থাকে Stagflation বলে।
প্রশ্ন: সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লি. থেকে মুদ্রিত প্রথম নোট কোনটি? উত্তর: ১০ টাকার নোট।
প্রশ্ন: প্রাইজবন্ড কি? উত্তর: বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত একধরনের ঋণপত্র।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক এক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? উত্তর: একবার।
প্রশ্ন: প্রাইজবন্ড প্রবর্তিত হয় কবে? উত্তর: ১ জুন ১৯৭৪ (তখন প্রাইজবন্ডের মূল্যমান ছিল ১০ টাকা)।
top
Back
Home
Gsearch